শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। চ্যাম্পিয়ন-রানার্সআপ-টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সব দেখে ফেলার আর একটা জিনিসেই হয়তো সবার আগ্রহ ছিল! বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ। অপেক্ষা বাড়ায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করেছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ।
প্রথম যেকোনো সাফল্যের আনন্দ একটু বেশিই হয়। অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে তাই বিশ্বকাপ জয়ের আনন্দ হলো বাঁধ ভাঙা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আনন্দে ড্রেসিং রুমে ব্যতিক্রম ধর্মী উদ্যাপন করলেন ম্যাথু ওয়েড-মার্কাস স্টয়নিসরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত ফিফটিতে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন করেছেন ডেভিড ওয়ার্নার। পুরো আসর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন অজি ওপেনার।
শেন ওয়ার্ন-ব্রেট লিরা তো পারলে ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শকে নিয়ে বাজি ধরেন! ওয়ার্নার-মার্শ নিজেরাও বোধ হয় নিজেদের নিয়ে এতটা আত্মবিশ্বাসী ছিলেন না, যতটা আত্মবিশ্বাস ঝরে পড়েছিল দুই পূর্বসূরির মুখ থেকে।